Contact: 8951233, +880 1911 485949
Golden Bangladesh, House#6, Road-1, Sector-4, Uttara, Dhaka-1230
আরিফা পারভিন জামান মৌসুমী

Pictureআরিফা পারভিন জামান মৌসুমী
Nameআরিফা পারভিন জামান মৌসুমী
DistrictNot set
ThanaNot set
Address
Phone
Mobile
Email
Website
Eminent Typeচলচিত্র ও নাটক
Life Style

মৌসুমী একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। আরিফা পারভিন জামান মৌসুমী যিনি চলচ্চিত্র জগতে মৌসুমী নামেই পরিচিত। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মৌসুমী। প্রথম ছবি দিয়েই দর্শকের নজর কাড়েন তিনি।

পরিবার
মৌসুমী বিয়ে করেছেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানীকে। তাদের দুই সন্তান ছেলে ফারদিন, মেয়ে ফাইজা। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান।

চলচ্চিত্র জগত
দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসাসফল হয়। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে মেহের নিগার চলচ্চিত্রটি পরিচালনা করেন মৌসুমী। এছাড়াও মৌসুমী একজন ফ্যাশান ডিজাইনার। বসুন্ধরা সিটিতে লিভাইস নামে তার একটি পোশাকের দোকান আছে। তিনি একটি অডিও এ্যালবামও প্রকাশ করেন। তিনি কপোতাক্ষ চলচ্চিত্র নামে একটি প্রোডাকশন হাউস পরিচালনা করছেন।

চলচ্চিত্রের তালিকা
বছর চলচ্চিত্র পরিচালক সহ-শিল্পী
১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত সোহানুর রহমান সোহান সালমান শাহ
২০০৯ সাহেব নামের গোলাম রাজু চৌধুরী শাকিব খান
২০১১ কুসুম কুসুম প্রেম মুশফিকুর রহমান গুলজার রিয়াজ, ফেরদৌস
২০১১ দেবদাস চাষী নজরুল ইসলাম শাকিব খান

এছাড়াও তার অভিনীত আরও কিছু চলচ্চিত্র হল
মৌসুমী (১৯৯৩)
দোলা (১৯৯৪)
আত্মঅহংকার (১৯৯৪)
স্নেহ (১৯৯৪)
প্রথম প্রেম (১৯৯৪)
দেন মহর (১৯৯৪)
অন্তরে অন্তরে (১৯৯৪)
বিদ্রোহী বধু (১৯৯৫)
মুক্তির সংগ্রাম (১৯৯৫)
হারান প্রেম (১৯৯৫)
ভাংচুর (১৯৯৫)
সাজন (১৯৯৫)
শেষ খেলা (১৯৯৫)
আত্মত্যাগ (১৯৯৫)
বিশ্ব প্রেমিক (১৯৯৫)
গরিবের রানী (১৯৯৬)
প্রিয় তুমি (১৯৯৬)
রাক্ষস (১৯৯৬)
সুখের স্বর্গ (১৯৯৬)
আদরের সন্তান (১৯৯৬)
সুখের ঘরে দুখের আগুন ( ১৯৯৬)
লুট তরাজ (১৯৯৬)
আম্মাজান (১৯৯৬)
শান্তি চাই (১৯৯৭)
অন্ধ ভালবাসা (১৯৯৭)
মিথ্যা অহংকার (১৯৯৭)
ঘাত প্রতিঘাত (১৯৯৭)
সংসারের সুখ দুঃখ (১৯৯৭)
প্রিয় শত্রু (১৯৯৭)
লাট সাহেবের মেয়ে (১৯৯৭)
লজ্জা (১৯৯৭)
তুমি সুন্দর (১৯৯৭)
বাঘের বাচ্চা (১৯৯৭)
রূপসী রাজকন্যা (১৯৯৮)
কথা দাও (১৯৯৮)
ভণ্ড বাবা (১৯৯৮)
বিপদজনক (২০০১)
কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩)
মোল্লা বাড়ির বউ (২০০৫)
গোলাপী এখন বিলাতে (২০০৬)
একজন সঙ্গে ছিল (২০০৭)
তুই যদি আমার হইতি রে (২০০৮)

সম্মাননা
বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌসুমী ও বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জাদুকর জুয়েল আইচ ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পান। মৌসুমী জাতিও চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মেখলা আকাশ (২০০২) চলচ্চিত্রের জন্য।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

 

UploaderAdmin
No results found.
No results found.

© 2018 Golden Femina. Developed by Optimo Solution